[... যে ব্যক্তি এগুলোর হিফাযত করবে সে জান্নাতে প্রবেশ করবে (সহীহ বুখারী, ৫৯৬৮)]
আগের পর্ব গুলোতে আমরা আল্লাহর মোট ৩৫ টি গুনবাচক নাম জেনেছি । এ পর্বে, ইনশা-আল্লাহ আরও ৫ টি নামের সাথে পরিচিত হবো । মনে রাখার সুবিধার জন্য, চলুন একই বর্ণের বা কাছাকাছি উচ্চারণের বর্ণ দিয়ে শুরু নামগুলোকে গ্রুপে ভাগ করে পরিচিত হই । এই পর্বের ৪টি নাম শুরু " ওয়া " এবং শেষেরটি শুরু " ল " দিয়ে ["ল" দিয়ে শুরু আল্লাহ্র এই ১টি নামই আছে] । আমরা ইতিমধ্যে "ওয়া" দিয়ে শুরু আল-ওয়াহ্হাব, আল-ওয়াহিদ, আল-ওয়াকীল, আল-ওয়ালিই নামের সাথে পরিচিত হয়েছি । আজকের নামগুলো হলোঃ
আল-ওয়াসি’ সর্বব্যাপী, সবদিক পরিবেষ্টনকারী, সুবিস্তৃত, অসীম আল-ওয়ারিছ চূড়ান্ত মালিকানার ওয়ারিছ, উত্তারাধিকারী স্বত্বাধিকারী আল-ওয়াজিদ পর্যবেক্ষক, আবিস্কর্তা (the perceiver, the finder) আল-ওয়াদুদ্ স্নেহশীল, প্রেমময় (most loving, affectionate) আল-লাতীফ সূক্ষ্মদৰ্শী, সূক্ষ্মজ্ঞানী, সূক্ষ্মদক্ষতাসম্পন্ন
এই ৫টি নামের মধ্যে ৩টি নাম আল-কোরআনে আছে; বাকী ২টি হাদিসে উল্লেখ পাওয়া যায় । নিচে আল-কোরআনের কিছু আয়াত/আয়াতাংশ দেয়া হলো যেখানে আল্লাহ্র ৬টি গুনবাচক নাম এসেছে । "আল্-আলীম" = সর্বজ্ঞ/জ্ঞানী এবং "আল-গফুর"= ক্ষমাশীল নামের সাথেতো আমরা আগেই পরিচিত হয়েছি ।

নিচের ছকে এই নামগুলোর যে মূল থেকে এসেছে এবং মূলগুলো থেকে গঠিত আল-কোরআনের বহুল ব্যবহৃত কিছু শব্দের তালিকা দেয়া হলো, যাতে করে আল্লাহ্র সুন্দর নামগুলোর সাথে সাথে কোরআনের কিছু শব্দের সাথেও আমাদের পরিচয় ঘটে ।

*********************************************************
এপর্বে আমরা আল্লাহ্র গুনবাচক নাম জানলাম ৫ টি
যা আল-কোরআনে মোট এসেছে ১৭ বার
এই নামের মূল হতে আল-কোরআনের মোট শব্দ ২১১ টি ।
**********************************************************
এ পর্যন্ত আমরা আল্লাহ্র গুনবাচক নাম জানলাম মোট ৪০ টি
যা আল-কোরআনে মোট এসেছে ৭৪২ বার
এই নামের মূল হতে আল-কোরআনের মোট শব্দ ৪৮৪৯ টি ।
**********************************************************
(চলবে ইনশা-আল্লাহ...)
সব পর্বের লিংক একসাথে পেতে এখানে ক্লিক করুন
PDF download এর জন্য এখানে ক্লিক করুন ।
Note: মানুষ মাত্রই ভুলের উর্দ্ধে নয় । তাই যেকোন ভুল কারো চোখে পরলেই শুধরে দেয়ার অনুরোধ রইল ।
তথ্যসূত্রঃ
২। Know Your Creator : Attributes of ALLAH by Dr. Mir Aneesuddin
৩। Qur’an word frequency, http://quran.ilmsummit.org
৪। কোরআনের অভিধান - হাফেজ মুনির উদ্দীন আহমদ, আল কোরআন একাডেমী লন্ডন ।
৫। মহান আল্লাহ্র সুন্দর নামসমূহ - এস, এম, নাহিদ হাসান, মুসলিম মিডিয়া ব্লগ ।

No comments:
Post a Comment