উত্তম নাম সব তাঁরই (পর্ব-১৪)

 




আল্লাহ তা'আলার নিরানব্বই নাম আছে (এক কম একশ নাম) । আল্লাহ তা'আলা বেজোড় । তাই তিনি বেজোড়ই পছন্দ করেন । যে ব্যাক্তি এগুলোর হিফাযত করবে সে জান্নাতে প্রবেশ করবে । হাদিসটি আলী ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । [ সহীহ বুখারী (ইফাঃ), ৫৯৬৮; সুনানে ইবনে মাজাহ, ৩৮৬১ ] । হাদিসটিতে আল্লাহর ৯৯টি নাম মুখস্ত রাখার ফযিলত সম্পর্কে বলা হয়েছে । তবে আল্লাহর গুণবাচক নাম কিন্তু ৯৯ টিতে সীমাবদ্ধ নয় [৬] । আল-কুরআন ও বিভিন্ন হাদিসে উল্লেখিত নাম মিলিয়ে এর সংখ্যা ১০০ এর উপরে । তবে যাইহোক আমাদের অন্ততপক্ষে ৯৯ টি নাম মনে রাখা প্রয়োজন ।

আগের পর্ব গুলোতে আমরা আল্লাহর মোট ৯০ টি গুনবাচক নামের সাথে পরিচিত হয়েছি । এ পর্বে, আমরা আল্লাহর ৯৯টি নাম পূর্ণ করব ইংশা-আল্লাহ । মনে রাখার সুবিধার জন্য, আমরা একই বর্ণ বা কাছাকাছি উচ্চারণের বর্ণ দিয়ে শুরু নামগুলোকে গ্রুপে ভাগ করে পরিচিত হতে চেষ্টা করছি । একটি বাদে আজকের নামগুলো সব শুরু "ম" দিয়ে । নামগুলো হলোঃ

আল-আহাদ    একএক   
আল-মুবীন     সুস্পষ্ট, সত্য প্রকাশকারী 
আল-মুজীবু    প্রার্থনা গ্রহণকারী, সাড়াদানকারী, কুবুলকারীপ্রার্থনা গ্রহণকারী, সাড়াদানকারী, কুবুলকারী     
আল-মাজীদ    মহিমাময়, সম্মানিত, গৌরবময়
আল-মা-জিদ   মহাগৌরবান্বিত, মহান
আল-মুকসিতু   ন্যায়বান, ন্যায়পরায়ণ
আল-মুনতাকিমু প্রতিশোধ গ্রহণকারী
আল-মুযিলু     অপমানকারী, সম্মানহরণকারী
আল-মা-নিউ    প্রতিরোধকারী        

এই নাম গুলো এবং এর অর্থ সহজে মনে রাখার জন্য এই বাক্যটি মনে রাখতে পারি --

"আল্লাহ্‌ এক (আল-আহাদ)(আল-আহাদ), মহান (আল-মা-জিদ)(আল-মা-জিদ),মহিমাময়, সম্মানিত (আল-মাজীদ)(আল-মাজীদ), সত্য প্রকাশকারী (আল-মুবীন)(আল-মুবীন), ন্যায়পরায়ণ (আল-মুক্‌সিতু)(আল-মুক্‌সিতু)(আল-মুক্‌সিতু)। অনুগত বান্দাদের ডাকে তিনি সাড়াদানকারী (আল-মুজীবু)(আল-মুজীবু)(আল-মুজীবু) । তবে অবাধ্য বান্দাদের জন্য তিনি অপমানকারী (আল-মুযিলু)(আল-মুযিলু), প্রতিশোধ গ্রহনকারী (আল-মুন্‌তাকিমু)(আল-মুন্‌তাকিমু), প্রতিরোধ কারী (আল-মা-নিউ) ।"

নিচের ছকে এই নামগুলোর যে মূল থেকে এসেছে এবং মূলগুলো থেকে গঠিত আল-কোরআনের বহুল ব্যবহৃত কিছু শব্দের তালিকা দেয়া হলো, যাতে করে আল্লাহ্‌র সুন্দর নামগুলোর সাথে সাথে কোরআনের কিছু শব্দের সাথেও আমাদের পরিচয় ঘটে ।

*********************************************************

এপর্বে আমরা আল্লাহ্‌র গুনবাচক নাম জানলাম ৯ টি

যা আল-কুরআনে মোট এসেছে ৭ বার

এই নামের মূল হতে আল-কুরআনের মোট শব্দ ২১৯ টি

**********************************************************

এ পর্যন্ত আমরা আল্লাহ্‌র গুনবাচক নাম জানলাম মোট ৯৯ টি

যা আল-কুরআনে মোট এসেছে ১০২৯ বার

এই নামের মূল হতে আল-কুরআনের মোট শব্দ ৯৩৪৪ টি

**********************************************************

সব পর্বের লিংক একসাথে পেতে এখানে ক্লিক করুন

PDF download এর জন্য এখানে ক্লিক করুন ।

রব্বী যিদনী ইলমা

Note: মানুষ মাত্রই ভুলের উর্দ্ধে নয় । তাই যেকোন ভুল কারো চোখে পরলেই শুধরে দেয়ার অনুরোধ রইল ।

তথ্যসূত্রঃ

১। http://corpus.quran.com/

২। Know Your Creator : Attributes of ALLAH by Dr. Mir Aneesuddin

৩। Qur’an word frequency, http://quran.ilmsummit.org

৪। কোরআনের অভিধান - হাফেজ মুনির উদ্দীন আহমদ, আল কোরআন একাডেমী লন্ডন ।

৫। মহান আল্লাহ্‌র সুন্দর নামসমূহ - এস, এম, নাহিদ হাসান, মুসলিম মিডিয়া ব্লগ ।

৬। আল্লাহর সুন্দর নাম সমূহেরে ব্যাখ্যা , সাইয়েদ মুহাম্মাদ মোস্তফা আল বাকরী, অনুবাদ- শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আবদুল জলীল, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব ।

No comments:

Post a Comment