কুরআনের শব্দ || উদাহরণসহ আরবি মূল থেকে কুরআনের ৮০% শব্দ (ছকঃ ১-১০)

 


PDF Download (Google Drive থেকে)


            আরবি প্রধানত ৩-বর্ণের মূল ভিত্তিক (trilateral root system) ভাষা অর্থাৎ এর বেশিরভাগ শব্দই তৈরি হয়েছে ৩-বর্ণের শব্দমূল (root letters) থেকে। যদিও অন্যান্য ভাষায়ও মূল ভিত্তিক এই নিয়ম আছে কিন্তু আরবি ভাষার মত এত সুশৃঙ্খল, সঙ্গতিপূর্ণ (consistent) নয়। আরবিতে একই মূল থেকে আগত সকল শব্দের অর্থ এতই মিল যা অন্য ভাষায় বিরল। তাই আরবি যেকোন বড় শব্দকে ভেঙ্গে এর শব্দমূলকে চিনতে পারলে ঐ শব্দের অর্থ আন্দাজ করা খুব সহজ। কুরআনিক শব্দ ভাণ্ডার বাড়ানোর একটা সহজ কৌশল হলো এই শব্দমূলগুলোর অর্থ জেনে এ থেকে আগত শব্দগুলোর অর্থ মনে রাখা।

            সেই লক্ষ্যে এখানে আমরা আল-কুরআনের বহুল ব্যবহৃত শব্দমূলগুলো থেকে কুরআনের শব্দ শিখবো এবং কুরআন থেকে এগুলোর উদাহরণ দেখবো ইনশা-আল্লাহ । উল্লেখ্য, “অর্থ বুঝে কুরআন পড়ি” বইটিতে আমরা সর্বাধিক ব্যবহৃত ১৫টি শব্দমূলের অর্থ ও উদাহরণ দেখেছিলাম ।

1| ق و ل ÔK¡d-IqvI-jvgÕ

এই মূল থেকে আগত ৬টি শব্দ আল-কুরআনে সর্বমোট ১৭২২ বার ব্যবহার হয়েছে। তন্মধ্যে এর অতীত কালের ক্রিয়ারূপ قَالَ ‘ক্ব-লা’ (বলেছিল/বলল) শব্দটিই এসেছে ১৬১৮ বার।


2| ك و ن  ÔKvd-IqvI-bybÕ

এই মূল থেকে আগত ৩টি শব্দ আল-কুরআনে সর্বমোট ১৩৯০ বার ব্যবহার হয়েছে। তন্মধ্যে এর ক্রিয়া রূপ  كَانَ  বা  كُنْ এসেছে ১৩৫৮ বার।