কুরআনের শব্দ

 


আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে । অতএব, কোন চিন্তাশীল আছে কি ? (সূরা কামার ৫৪:১৭, ২২, ৩২, ৪০)

এই কথাটি আল্লাহ্‌ কোরআনে ৪ বার বলেছেন । আল্লাহ্‌ আমাদেরকে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন, একে অধ্যয়ন করতে বলেছেন; বোঝার জন্য সহজ করে দিয়েছি বলে, আমাদেরকে একে বোঝার তাগিদ দিয়েছেন । কিন্তু আল-কোরআন আসলে কতটা সহজ ?? চলুন দেখা যাক ……

পুরো কোরআনে মোট শব্দ আছে ৭৭,৪২৯ টি । কিন্তু পুনারাবৃত্তি আর একই শব্দের বিভিন্ন ব্যাবহারগুলো বাদ দিলে শব্দ সংখ্যা দাড়ায় মাত্র ৪৮৪৫ টি [১] । এর মধ্যে সর্বাধিক ব্যবহৃত মাত্র ৬০টি শব্দের অর্থ জানলেই পুরো কোরআনের মোট শব্দের অর্ধেক (৫০%) শব্দের সাথে আমাদের পরিচয় হয়ে যাবে ইনশা আল্লাহ্। আরও ২৫% শব্দের অর্থ জানতে আর মাত্র ২৬০ টি শব্দের সাথে পরিচিত হতে হবে । অর্থাৎ মাত্র ৩২০টি শব্দ শিখে আমরা কোরআনের ৭৫% অংশের শাব্দিক অর্থ বুঝতে পারবো । সুবহানাল্লাহ ! বিস্ময়কর ভাবে কত অল্প সংখ্যক শব্দ ব্যবহার করে আল্লাহ এই বিশাল কোরআনের বেশির ভাগ অংশ সাজিয়েছেন !

যেকোন ভাষা জানতে তার শব্দ ভান্ডার বাড়ানো ছাড়া কোন বিকল্প নেই । একটি শিশু যখন কথা বলা শিখে তখন সে কিন্তু আগে ব্যকরণ শিখে না, শব্দ শিখে । তাই, কোরআনকে বুঝতে হলে আমাদের কোরআনিক শব্দ ভান্ডার বাড়াতে হবে । চলুন আমরা কোরআনের সর্বাধিক ব্যবহৃত শব্দগুলোর সাথে ধীরে ধীরে পরিচিত হই । নিচের ছকে এই শব্দ গুলো, পুনারাবৃত্তি সংখ্যার ভিত্তিতে অধঃক্রমে সাজানো হল । প্রতিটি শব্দের অর্থ এবং কোরআন হতে এগুলোর সহজ উদাহরণ দেয়া হলো । উদাহরণ গুলোর বেশির ভাগই আল-কোরআনের ২৯ ও ৩০ পারার ছোট ছোট আয়াত থেকে নেয়া হয়েছে ।












1 comment: